FAQ OneStepTask
  • 1. প্রশ্ন:1) সাইট কত দিন থাকবে?
  • উত্তরঃ যেহেতু এটি একটি মাইক্রো জব সাইট তাই এটি বন্ধ করার প্রশ্নই উঠে না। দিন যত যাবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে আমাদের সাইট অনেক বড় ভূমিকা রাখবে। 🕔 শুধু মাত্র মাইক্রো কাজ নয় ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন & ডেভেলপমেন্ট সহ প্রফেশনাল ফ্রিল্যান্সিং এ দিন দিন অগ্রসর হবে। যতদিন যাবে কাজ আরো বাড়ানোর চেষ্টা থাকে। ইনশাআল্লা্হ্।

  • 1. প্রশ্ন:4) কত ডলার উত্তোলন করা যায়?
  • উত্তরঃ 1 ডলার থেকে শুরু 3,4,5 এই নিয়োমে আপনার যত ডলার আছে তুলতে পারবেন । কিন্ত 1.5, 2.5, 3.5 এই নিয়মে উত্তোলন করা যাবে না। সাইট এর নিয়মে 1000 সেন্ট এ 1 ডলার। পয়েন্ট কখনো কমেনা। যেমন 0.192 ছিল এখন 0.24 আছে- আসলে এটা 0.24 নয় এটা 0.240। শেষ এর 0 অনেক সময় দেখা যাবে না। । আপনাকে ধন্যবাদ বুঝার জন্য।

  • 1. প্রশ্ন:5) payment withdraw করার কত সময় পর টাকা পাওয়া যাবে ?🤑
  • উত্তরঃ দিনের বেলায় Withdraw দিলে 1-7 ঘন্টার মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। রাতে দিলে একটু বেশি সময় লাগতে পারে।

  • 1. প্রশ্ন:6) আমি কাজ করতেছি কিন্তু কাজ Pending দেখাচ্ছে কেন ?😔
  • উত্তরঃ দেখুন কাজ গুলো আমরা দিতেছি না। যেহেতু কাজ গুলো অন্য মানুষরা দিতেছে তাই আমরা চাইলেও তা Approve করতে পারিনা। যে ব্যক্তি কাজটি দিয়েছে, আপনার জমা দেওয়া প্রুফ গুলো সে যাচাই করে দেখবে যদি দেখে ঠিক আছে তাহলে এপ্রুভ করবে যদি ভুল প্রুফ জমা দেন তাহলে রিজেক্ট করবে। তাকে যে সময় দেওয়া হয়েছে ঐ সময় এর মধ্যে যদি সে এপ্রুভ অথবা রিজেক্ট না করে তাহলে একটা সময় পরে আমাদের সাইট থেকে Approve হতে শুরু করবে। ৫/১০ দিনও কখনো কখনো লাগতে পারে কিছু কিছু কাজ এর ক্ষেত্রে। আপনি সঠিক নিয়ম এ কাজ করে যান ইনশাআল্লাহ।✅

  • 1. প্রশ্ন:7) আমার কাজ গুলো Reject করে দেয়া হচ্ছে কেন ?
  • উত্তরঃ দেখেন পৃথিবীর সকল মাইক্রো জব সাইট হচ্ছে একটা মধ্যস্থ কারি-নিয়ম এক। এক পক্ষ (বায়ার) আমাদের সাইটে কাজ দিচ্ছে, আর আপনারা (ওয়ারকার) কাজ করছেন৷ যিনি কাজ দিচ্ছেন তিনি দেখবে আপনি সঠিকভাবে কাজ করছেন কিনা- যদি সঠিক কাজ করেন তাহলে জব এপ্রুভ করবে আর সঠিকভাবে কাজ না করলে রিজেক্ট দিবে। তারপরও কিছু খারাপ বায়ার আছে যারা সঠিক কাজ করার পরও কাজ রিজেক্ট করে দেয়। এক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। তবে পরামর্শ যারা এমন করে পরবর্তীতে তাদের কাজগুলো করবেন না। সাইডে বেশ কিছু আপডেট নিয়ে আমরা কাজ করছি- আশা করি আরো ভালো সিস্টেম ডেভেলপ হবে ইনশাআল্লাহ । আপনাকে ধন্যবাদ বুঝার জন্য।

  • 1. প্রশ্ন:8)আমি ওয়েবসাইটে জব পোস্ট করতে পারছি না কেন? 😔
  • উত্তরঃ জব পোস্ট যেভাবে করবেন এই ভিডিওটি দেখে শিখে নিন - https://youtu.be/mKAQvDK2AVo