Terms and condition OneStepTask

কাজ করার শর্ত

  • যদি কোনো নিবন্ধিত ব্যক্তির কোনো অযৌক্তিক কাজ বা আচরণ প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তির অ্যাকাউন্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। OneStepTask একটি স্বচ্ছ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হওয়ায় এটি ফেরত পাওয়ার কোনও উপায় নেই।
  • সমস্ত কাজ সঠিকভাবে করতে হবে এবং কোনও স্প্যাম বা জাল প্রমাণ জমা দেওয়া যাবে না। আপনি যদি কোনও কাজ করতে না পারেন তবে এটি এড়িয়ে যান।
  • যেকোন জবে ফেক বা স্ক্যামিং প্রুফ সাবমিট করলে. একই প্রুফ একাধিক জবে সাবমিট করলে। এবং একই প্রুফ একাধিক একাউন্ট থেকে সাবমিট করলে। ওয়ানস্টেপ টাস্ক একাউন্ট চিরস্থায়ীভাবে বন্ধ করা হবে।
  • কাজের প্রমাণ জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সঠিক প্রমাণ গুলো দিবেন। বারবার ইচ্ছাকৃতভাবে ভুল প্রমাণ জমা দিলে এবং কাজ না করে প্রমাণ জমা দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে।
  • onesteptask.com এ একাধিক অ্যাকাউন্ট করে জব পোস্ট করতে পারবেন। কিন্তু এক ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। এতে আপনার সকল অ্যাকাউন্ট ব্লক করা হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলেও তা আর ফেরত পাবেন না।