Terms and condition OneStepTask
কাজ করার শর্ত
- কাজের প্রমাণ জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সঠিক প্রমাণ গুলো দিবেন। বারবার ইচ্ছাকৃতভাবে ভুল প্রমাণ জমা দিলে এবং কাজ না করে প্রমাণ জমা দিলে আপনার অ্যাকাউন্ট ব্লক করা হবে।
- onesteptask.com এ একাধিক অ্যাকাউন্ট করে জব পোস্ট করতে পারবেন। কিন্তু এক ডিভাইস থেকে একাধিক অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না। এতে আপনার সকল অ্যাকাউন্ট ব্লক করা হবে। অ্যাকাউন্ট ব্যালেন্স থাকলেও তা আর ফেরত পাবেন না।